Mobile : 01824001020
Daily Alerts:
  • **আপনার শিশুকে টিকা দিন**

  • ** নিয়মিত পৌরকর পরিশোধ করুন, পৌরসভার সকল সেবা গ্রহন করুন।**

  1. home
  2. page
  3. প্রধান নির্বাহী কর্মকর্তা

প্রধান নির্বাহী কর্মকর্তা


পৌরসভা সরকারের একটি প্রশাসনিক ইউনিট। ব্রিটিশ ভারতে পৌরসভার ইতিহাস অনেক পুরাতন। আঠারো শতকের শেষের দিকে ভারতবর্ষে পৌরসভার গোড়াপত্তন হয়। মহারানী ভিক্টোরিয়া ১৮৬৪ সালে বেঙ্গল মিউনিসিপাল অ্যাক্ট জারি করে অবিভক্ত বাংলার জেলা ও মহাকুমা শহরকে পৌর শাসিত এলাকা গঠনের উদ্যোগ নেন। বর্তমানে বাংলাদেশে পৌরসভার সংখ্যা ৩২৯ টি। দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে মহান স্বাধীনতার স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী যশোর জেলার শেষ প্রান্তে ভারত সীমান্তে স্থলবন্দর কেন্দ্রিক  বেনাপোল পৌরসভা ২০০৬ সালে গঠিত হয়। বর্তমানে এটি একটি প্রথম শ্রেণীর পৌরসভা।
লক্ষাধিক জনসংখ্যা অধ্যুষিত বেনাপোল পৌরসভা শুরুর দিকে পাঁচ বছর পৌর প্রশাসক ও মনোনীত পরিষদ দ্বারা পরিচালিত হয়। অতঃপর ২০১১ সালে প্রথম নির্বাচন  অনুষ্ঠিত হয়। ২০২৩ সালে দ্বিতীয় মেয়াদে নির্বাচন হয়। বর্তমানে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে দায়িত্ব গ্রহনের পর মানুষের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। দেশের সর্ববৃহৎ আন্তর্জাতিক স্থল বন্দর হওয়ায় বেনাপোলের মানুষের সেবা প্রদান প্রক্রিয়া মোটেই সহজতর নয়। নাগরিক সেবা নিশ্চিত করতে পরিষদ বা এর কর্মকর্তা-কর্মচারীদের সদা সচেষ্ট থাকার পাশাপাশি এখানকার জনগণেরও রয়েছে নাগরিক দায়বদ্ধতা। আসুন আমরা সবাই মিলে বঙ্গবন্ধুর সোনার বাংলার অংশ হিসেবে বেনাপোল পৌরসভাকে গড়ে তুলি।